ইবি ছাত্রীর বিবস্ত্র ভিডিও ধারণ: ভিডিও উদ্ধার তৎপরতা শুরু


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:২০ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৩


ইবি ছাত্রীর বিবস্ত্র ভিডিও ধারণ: ভিডিও উদ্ধার তৎপরতা শুরু
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ ঘটনায় তৎপরতা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিওটি অভিযুক্ত হালিমা খাতুন উর্মীর ফোনে ধারণ করা হয়েছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টর।


বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, ইতোমধ্যে উচ্চ আদালতের পূর্নাঙ্গ নির্দেশনাগুলো হাতে পেয়েছি। পূর্বে উচ্চ আদালত যা নির্দেশ দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রেজিস্ট্রার ইবি থানায় অফিসিয়ালি লিখিত দিয়েছেন। আগামী শনিবার  (১১ মার্চ) অভিযুক্ত হালিমা খাতুন উর্মীর সকল তথ্য তার বিভাগ থেকে সংগ্রহ করবে থানা। এখন পর্যন্ত মোবাইল ফোনের উদ্ধার তৎপরতা চলমান।


এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হতে প্রেরিত একটি লিখিত পেয়েছি। চিঠিটি পাওয়া থেকে আজ অব্দি উদ্ধার কাজের তৎপরতা চলছে।


এদিকে গত শনিবার (৪ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন ফুলপরীকে শেখ হাসিনা হল থেকে স্থানান্তরিত করে তার পছন্দ মত বঙ্গমাতা হলের বকুল ব্লকের ৫০১ রুমে তুলে দেন।