দুই অসহায় ব্যক্তিকে রিক্সা উপহারে দিলেন ছবির হোসেন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৯ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৩
ঝালকাঠিতে মানবততার ফেরিওয়ালা সমাজসেবক ছবির হোসেনের ২টি রিক্সা উপহারে পেয়ে ভাগ্যের চাকা ঘুরলো শাহেব আলী ও বাচ্চু হাওলাদারের নামে দুই অসহায় ব্যক্তির। এ দুই ব্যক্তির অভাব অনটনের খবর পেয়ে আবারও এগিয়ে এলেন সেই আলোকিত যুবলীগ নেতা ছবির হোসেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) ১১টার দিকে এ ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে ঝালকাঠি সিটি পার্ক শহীদ মিনার এলাকায় ওই দুই ব্যক্তির হাতে রিক্সা তুলে দেন।
তরুণ এ সমাজসেবক ছবির হোসেন বলেন, শাহেব আলী ও বাচ্চু হাওলাদার অভাব অনটনে পরিবার নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে। সে জন্য অনেক চিন্তা ভাবনা করে এমন উদ্যোগ নিয়েছি। কর্মসংস্থান করাই আমার উদেশ্যে। তাই তাদের দুটি রিক্সা কিনে দিয়েছি তারা আয়রোজগার করে সংসার চলবে তাদের।
তিনি আরও বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে তৃপ্তি পাই। কারও কাছ থেকে কিছু হাত পেতে কিছু পাওয়ার চেয়েও দিয়ে শান্তি ও আত্মতৃপ্তি পাই। মানুষকে কিছু নিয়ে সহযোগিতা করা এখন নেশায় পরিনত হয়েছে।
শাহেব আলী ও বাচ্চু হাওলাদার জানান, তার দেয়া উপহার পেয়ে সত্যিই কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে দোয়া করি তার জন্য। উপহারের রিক্সার আয় দিয়ে পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে এবং স্ত্রী-সন্তান নিয়ে শান্তিতে সংসার করা যাবে।
প্রসঙ্গত, করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন সময় ছবির হোসেন খাদ্য সামগ্রী বিতরণ, ঘরে তুলে দেয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়াসহ একেরপর মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছেন।