ইবি উপাচার্যের বিরুদ্ধে দুদকে অভিযোগ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৫ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিয়োগ সংক্রান্ত একাধিক অডিও ফাঁসের ঘটনার পর শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অবৈধ লেনদেনের অভিযোগ এনে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন মো. শাহবুব আলম নামের একজন ব্যক্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক (প্রভাষক) নিয়োগের একজন চাকুরী প্রার্থী।
একটি সূত্রে জানা গেছে বুধবার (৮ মার্চ) দুদক এ অভিযোগ আমলে নিয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ২৭ মার্চ দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর কাছে এ অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে এ বিষয়ে তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক (প্রভাষক) নিয়োগ বাতিল পূর্বক পুনরায় শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড আয়োজনের দাবি জানানো হয়। এছাড়াও অভিযোগে উপাচার্যের নিয়োগ সংক্রান্ত ফাঁস হওয়া কথাপোকথনের অডিও সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংযুক্ত করা হয়।
লিখিত অভিযোগের বক্তব্য ওই চাকুরী প্রার্থী জানান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অনুষ্ঠিত শিক্ষক (প্রভাষক) নিয়োগ নির্বাচনী বোর্ডে প্রার্থী হিসাবে লিখিত পরীক্ষায় এবং সাক্ষাতকারে অংশগ্রহন করি। আমার সকল একাডেমিক ফলাফল ও অভিজ্ঞতা অধিকতর বেশি থাকা সত্ত্বেও অনুষ্ঠিত সিন্ডিকেটে সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য দুই জনকে চূড়ান্ত নিয়োগ প্রদান করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেনি।
গত বছরের ২৫ শে জুলাই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের দুইজন প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়। ৩০ ডিসেম্বর সিন্ডিকেট সভায় দুইজন প্রভাষকে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২৬ জুলাই নিয়োগ বোর্ডের সদস্যের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠে বিভাগের সভাপতি অধ্যাপক ড. বখতিয়ার হাসানের বিরুদ্ধে। এছাড়াও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের নিয়োগ সংক্রান্ত সুবিধা দিতে একাধিক কথাপোকথনের অডিও ফাঁস হতে দেখা যায়।