যানজট, ধুলাবালি ও খানাখন্দে ভরা পিএবি সড়ক, জনদুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কর্ণফুলীর তলদেশে টানেল ও চায়না ইকোনমিক জোন ঘিরে বদলে যাওয়া দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায়ও আসছে বড়পরিবর্তন। চট্টগ্রামের শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালা বিবির দীঘি পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটারের একটিসংযোগ সড়কের মাধ্যমে ঢাকা-কক্সবাজারের দূরত্ব ৫০ কিলোমিটার কমিয়ে আনার কাজ চলছে। নিরাপদ, দ্রুত, সময় ও ব্যয়সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নামে এই প্রকল্পের দ্রুত গতিতে চলছে কাজ।
কর্ণফুলী টানেল,চায়না ইকোনমিক জোন,নির্মাণে বিশাল কর্মযজ্ঞকে ঘিরে আর ব্যস্তময় হয়ে উঠছে চাতরী চৌমুহনী বাজার প্রতিদিন কোরিয়ান ইপিজেডের শ্রমিক, সিইউএফএল,কাফকো,কর্মকতা- কর্মচারি সহ হাজার হাজার জনসাধারণ কর্মীর আসা যাওয়াও এ বাজার সড়ক দিয়ে।যানবাহন চাপ বাড়ছে প্রতিনিয়ত।
যানজটের প্রধান কারণ রাস্তার দু'পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, ভাসমান দোকান, অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালাচল ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে হিমসিম খেতে হয় ট্রাপিক পুলিশদের।
পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী)সড়কের কালাবিবির দিঘি থেকে শিকলবাহা ওয়াই জংশন পর্যন্ত ছয় কিলোমিটার অংশেসড়ক সংস্কারের কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। তার ওপর চাতরী চৌমুহনী বাজারের নিয়মিত যানজটের কারণে সড়কেপ্রতিদিনই অনেক সময় নষ্ট হচ্ছে। যাত্রীদের অভিযোগ , চাতরী চৌমুহনী বাজারের ওপর অবৈধ সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড হওয়ায় সড়ক সংকুচিত হয়েপড়েছে। আর এ কারণে চারপাশ থেকে আসা যানবাহন আটকে পড়ে।
সিএনজি চালিত অটো রিকশা চালক শফি বলেন, সারাক্ষণ সিএনজি দাঁড়িয়ে থাকে সড়কের ওপর। এতে করে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়।
চাতরী বাসিন্দা নুরুজ্জামান বলেন, ‘আমি শহর থেকে যাওয়া-আসা করে চাকরি করি। কিন্তু প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছি।
বর্তমানে বায়ু দূষণে ধুলার সঙ্গে যুক্ত হয়েছে গাড়ি ও শিল্পকারখানার ধোঁয়া। বর্তমানে বাতাসে ধুলা আগের চেয়ে পরিমাণে বেড়েছে
গ্রীষ্মমণ্ডলীয় দেশ হিসেবে বাংলাদেশে ধুলা এমনিতে বেশি। এরপর কয়েক বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে উন্মুক্ত পরিবেশে নতুন নতুন নির্মাণযজ্ঞ বাড়িয়েছে ধুলাদূষণ। শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালা বিবির দীঘি পর্যন্ত খানাখন্দে ভরা কিছুরাস্তা। এসব স্থান এলাকায় ধুলাবালুর আধিক্য দেখা যায়।
বর্তমানে খানাখন্দকে ভরপুর। সড়কের পিচ-খোয়া উঠে স্থানে স্থানে সৃষ্টি হওয়া ছোট-ছোট এই সব গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকে বেঁকে। পথচারী ও গাড়ির যাত্রীদের দূর্ভোগ পৌঁছেছে চরমে।
এসএ/