ভেড়ামারায় বিএনপির বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ভেড়ামারায় ডেঙ্গু কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে, উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন।
প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সঞ্চালনায় মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য
মো.শাজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ সহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত কর্মী সভায় ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি-সহ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এসডি/