মৌলভীবাজারে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে মৌলভীবাজারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, মৌলভীবাজার-এর উদ্যোগে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম নুরুজ্জামান, কবির উদ্দিন আহমেদ শাহিন, রুমেল আহমেদ, খায়রুল জামান সেলিম, গণপূর্ত অফিসের মোঃ মনির, মো: আব্দুর রশিদ, সুমন প্রমুখ।
এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন উপজেলার দপ্তরের সরকারি কর্মচারী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
কর্মসূচিতে বক্তারা বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।








