তেলের টাকা না দিয়ে পালানোর চেষ্টা, কর্মীকে গাড়িচাপায় হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার পর মূল্য পরিশোধ না করে দ্রুত পালানোর চেষ্টায় এক মিটারম্যানকে প্রাইভেটকারের নিচে চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিপন সাহা (২৮) নামে এক পাম্পকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রাইভেটকারে থাকা আবুল হাসেম সুজনকে আটক করেছে পুলিশ।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দ মোড়ের মেসার্স করিম ফিলিং স্টেশনে মিটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি প্রাইভেটকারে করে ফিলিং স্টেশনে তেল নেওয়া হয়। তেল নেওয়ার পর গাড়িটি নিয়ে কোনো ধরনের মূল্য পরিশোধ না করেই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করা হয়। টাকা আদায়ের জন্য মিটারম্যান রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করেন। এ সময় গাড়িটি আরও গতি বাড়ালে তিনি চাপা পড়েন এবং গুরুতর আহত হন। মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় প্রাইভেটকারটিতে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। গাড়িটি তার ব্যক্তিগত ব্যবহারের ছিল। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার একটি প্রায় ছয় মিনিটের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারটি পাম্প থেকে তেল নেওয়ার পর চালানোর প্রস্তুতি নেয়। একপর্যায়ে গাড়িটি সামনে এগোতে শুরু করলে রিপন সাহা গাড়ির পাশে দৌড়ে গিয়ে থামানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়ির নিচে পড়ে যান।
বিজ্ঞাপন
আটক আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের বাসিন্দা। তিনি একসময় জেলা যুবদলের সভাপতি এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। পরে ২০১৯ সালের জানুয়ারিতে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, প্রাইভেটকার চাপায় পেট্রোল পাম্পের এক কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নিহত রিপন সাহার মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।








