ফরিদপুরে পরিত্যক্ত ডোবায় যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক পরিত্যক্ত ডোবায় ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামে বুধবার (১৪ জানুয়ারি) সকালে সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে থাকা ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ৪
নিহত যুবকের বয়স আনুমানিক ৪০–৪৫ বছর। লাশের মুখে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।
বিজ্ঞাপন
সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ একটি অজ্ঞাত মামলা দায়ের করেছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








