মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে নিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের অবশিষ্টাংশ এবং ঘটনার কারণ খতিয়ে দেখছেন। প্রাথমিক ধারণা, গাড়িটির যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।








