Logo

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল তিনজনের

profile picture
উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৩
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল তিনজনের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) রাতের দিকে উপজেলার বাড়িয়ারহাট ইউনিয়নের ধুনঘাট এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস ধুনঘাট ব্রিজের আগমুখে বনবিভাগের একটি চেকপোস্টের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে গিয়ে সজোরে আঘাত করে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় নিহতদের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, গভীর রাত হওয়ায় মহাসড়কে কুয়াশার উপস্থিতি ছিল। ফলে বাসচালক সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে পাননি। এর জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা মনে করছেন।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করেছি। এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD