Logo

নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে টাকা বিতরণ, জামায়াত প্রার্থীকে শোকজ

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
৮ জানুয়ারি, ২০২৬, ২০:৩৭
নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে টাকা বিতরণ, জামায়াত প্রার্থীকে শোকজ
জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিব | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিবকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নওগাঁর সিভিল জজ আদালতের আত্রাই শাখার বিচারক ও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শিমুল সরকার এই নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়েছে, প্রার্থীকে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

বিজ্ঞাপন

নোটিশে উল্লেখ করা হয়েছে, মো. আব্দুর রাকিব সম্প্রতি নওগাঁ-৪ আসনের একটি খেলার অনুষ্ঠানে জনসম্মুখে ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন এবং একই সঙ্গে ভোট চাওয়ার বক্তব্য দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে এ ধরনের কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ ও বিধি ১৮ লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন পাঠানো হবে না বা কেন বিচার কার্য সম্পন্ন করা হবে না—এর ব্যাখ্যা প্রদান করুন।

বিজ্ঞাপন

জামায়াত প্রার্থী মো. আব্দুর রাকিব নোটিশ প্রসঙ্গে বলেন, আমি এখনো কোনো শোকজ নোটিশ হাতে পাইনি। খেলার অনুষ্ঠানে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান বা ভোট চাওয়ার কোনো ঘটনা মনে পড়ছে না। নোটিশ হাতে পেলেই আদালতে হাজির হয়ে আমার পক্ষের ব্যাখ্যা দেব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD