শ্রীপুর থেকে বিশ্ব জাকির মঞ্জিল দরবারে পাঠানো হচ্ছে অর্ধশতাধিক গরু

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আটরশিতে অবস্থিত ঐতিহ্যবাহী বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের পবিত্র উরশ শরীফ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে তবারকের উদ্দেশ্যে অর্ধশতাধিক গরু প্রেরণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে আশেক-ভক্তরা স্বেচ্ছায় এসব গরু একত্রিত করেছেন। পরে ভক্তবৃন্দের সম্মিলিত উদ্যোগে গরুগুলো ফরিদপুরের আটরশি দরবার শরীফে পৌঁছে দেওয়া হবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উরশ শরীফ চলাকালে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দরবার শরীফের খাদেমসহ লাখো আশেক-ভক্তের মাঝে তবারক বিতরণের উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, বিশ্ব জাকির মঞ্জিল দরবারে উরশ শরীফ উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকান-ভক্তরা তবারকের জন্য পশু ও অন্যান্য সামগ্রী পাঠিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শ্রীপুরবাসীর পক্ষ থেকেও এবার অর্ধশতাধিক গরু পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভক্তদের সম্মিলিত অংশগ্রহণ ও ধর্মীয় আবেগে এই উদ্যোগ শ্রীপুর এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। গরু সংগ্রহ ও প্রেরণের পুরো কার্যক্রমে অংশ নিচ্ছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, যুবক ও স্বেচ্ছাসেবীরা।
বিজ্ঞাপন
ভক্তবৃন্দ জানান, বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের উরশ শরীফে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও আত্মশুদ্ধির এক অনন্য মিলনমেলা। প্রতিবছরের মতো এবারও আগামী ১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই পবিত্র উরশ শরীফ অনুষ্ঠিত হবে। শ্রীপুরবাসীর পক্ষ থেকে এই গরু প্রেরণ ত্যাগ, ভালোবাসা ও আধ্যাত্মিক বন্ধনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয়দের মতে, এ ধরনের ধর্মীয় ও মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এসব আয়োজন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সামাজিক বন্ধনকেও আরও দৃঢ় করে।








