Logo

শহীদ হাদির হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৬ জানুয়ারি, ২০২৬, ১৯:১৭
শহীদ হাদির হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’
ছবি: প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমআ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে এই মার্চ শুরু হয়। পরে মিছিলটি সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেয়। কয়েকটি পিকআপ ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তারা জেলার প্রধান সড়কসহ একাধিক উপজেলা প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচিজুড়ে ‘খুনিদের বিচার চাই’, ‘ইনসাফ না হলে রাজপথ ছাড়বো না’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।

বিজ্ঞাপন

দীর্ঘ পথ অতিক্রম শেষে গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে সমাবেশে রূপ নেয় কর্মসূচিটি। সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর ও বিস্তৃত করার হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান আদনান, সদস্য নকিব নজরুল, সোহেল বেপারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক অভি চৌধুরীসহ অন্যান্য ছাত্রনেতারা। এছাড়া আশিকুজ্জামান আশিক, আশরাফুল ইসলাম নাদিম, মাজহারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD