Logo

অজ্ঞানপার্টির কবলে এমপি প্রার্থী, পথে হারালেন সর্বস্ব

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
১৬ জানুয়ারি, ২০২৬, ২০:৪২
অজ্ঞানপার্টির কবলে এমপি প্রার্থী, পথে হারালেন সর্বস্ব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান অজ্ঞানপার্টির শিকার হয়েছেন। রংপুর নগরী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিনি নগদ অর্থ ও মোবাইল ফোন হারালেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা প্রায় সাতটার দিকে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে হেফাজতে নেয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অজ্ঞান অবস্থায় একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থিতা বাতিল হওয়ার পর তিনি আপিল করেন এবং নির্বাচন কমিশনে সেই আপিলে প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি বাসে করে নিজ নির্বাচনী এলাকা গাইবান্ধার উদ্দেশে রওনা হন।

যাত্রাপথে সিরাজগঞ্জ এলাকায় তিনি অজ্ঞানপার্টির ফাঁদে পড়েন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, সংঘবদ্ধ চক্রটি তাকে খাবারের সঙ্গে ডিম খাইয়ে অচেতন করে তোলে। পরে রংপুরের মডার্ন মোড়ে বাস থেকে নামিয়ে দিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তাজহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD