প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানালেন আখতার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম দশগাঁও এলাকায় স্থানীয় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, সদ্য সমাপ্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, এটি সকলের কাছে প্রমাণসাপেক্ষ। যারা ডিজিটাল জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের গ্রেপ্তার করা উচিত। পরীক্ষাটি বাতিল করে নতুন করে নেওয়া উচিত, যাতে সত্যিকার মেধাবী প্রার্থী সুযোগ পায়।
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা গোপনে প্রশ্ন পেয়েছে এবং অনৈতিকভাবে পরীক্ষা দিয়েছে, তারা শিক্ষক হয়ে আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দেবে কীভাবে? আমাদের সন্তানরা তো সেই নকলের সংস্কৃতি শিখে যাবে। তাই এই অনিয়ম-ভরা পরীক্ষা বহাল রাখা যাবে না।
আখতার হোসেন দাবি করেন, প্রশ্ন ফাঁস, দুর্নীতি ও নকলমুক্ত নতুন পরীক্ষা গ্রহণ না করা হলে আমাদের দেশ সত্যিকার মেধাবী শিক্ষক হারাবে। নতুন পরীক্ষার মাধ্যমে যারা যোগ্য, তাদের যথাযথভাবে যাচাই করা হবে।
বিজ্ঞাপন
কর্মীসভায় জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ও রংপুর-৪ আসনের জোটের নির্বাচনী সমন্বয়কারী মোস্তাক আহমেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোস্তাইন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনি মিয়া উপস্থিত ছিলেন।








