আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা চাইলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনের নির্বাচন।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার কোনো গুন্ডাপান্ডা নেই। আমার পক্ষে ভয়ভীতি দেখানোর কেউ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা করব। চুরি ও দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি ও ইট খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? দেশের ছেলেমেয়েরা যথাযথভাবে পড়াশোনা করে ভালো চাকরি পেতে পারে সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে থাকবেন।
রবিবার সকাল ৫টা থেকে দিনব্যাপী বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাসনাত আব্দুল্লাহ গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পদযাত্রায় উপজেলা জামায়াতে ইসলামী ও এনসিপির উপজেলা-ইউনিয়নের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারীও অংশ নেন।








