খেলাধুলায় যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে, অধ্যক্ষ সিরাজুল ইসলাম
আজাহারুল ইসলাম সুজন
প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলায় ২-০ গোলে বিবাহিতরা বিজয়ী হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা মূলক আলোচনা
শনিবার (২১ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ছনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাব। এ ছাড়াও দৌড় খেলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গা, রশি টানাটানি, হাঁস ধরা, দীর্ঘ লাফ, বালিশ খেলা, ক্রিকেট খেলা, ব্যাটমিন্টন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকার নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা, ক্লাবের সভাপতি আহাম্মদ সরকার, আব্দুল্লাহেল হালিম, ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রবিন প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি কোহিনূর-মহাসচিব আকন্দ
অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, খেলাধুলায় যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে। খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।
এসডি/