বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতি শেখ মো. জাকির হোসেনের শ্রদ্ধা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৬ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন।
শনিবার (১১ মার্চ) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফর সঙ্গী হিসেবে বিচারপতির সহধর্মিনী উপস্থিত ছিলেন।
এসময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.গোলাম কবির, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বাঁধন, সহকারী জজ (টুঙ্গিপাড়া) মাছুমা রহমান, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবার সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।