রাবি উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৩


রাবি উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীরা অবরুদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে

স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রশাসনের পদক্ষেপের গাফিলতির ও পুলিশ কতৃক শিক্ষার্থীদের গুলিবিদ্ধের অভিযোগ তুলে প্রশাসনিক ভবণে তালা দেওয়ার পর এবার শিক্ষার্থীরা অবরুদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে।


রবিবার (১২ মার্চ) বেলা ১২ টার দিকে উপাচার্যকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে অবরুদ্ধ করে।


এসময় উপাচার্য সম্মুখ আলোচনার জন্য শিক্ষার্থীদেরকে সাবাশ বাংলাদেশ মাঠে আসার আহবান করে। কিন্তু বিক্ষিপ্ত শিক্ষার্থীরা বিনোদনপুর গিয়ে সবার সাথে আলোচনায় আসতে বলে। এতে উপাচার্য সম্মত না হলে উপাচার্যকে ভিতরে রেখে শিক্ষার্থীরা চারদিক থেকে আটকে ধরে। রিপোর্ট লেখা পর্যন্ত এই অবস্থা বিদ্যামান।


এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে তাঁরা আন্দোলন শুরু করে। 


এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে উত্তপ্ত করে তুলেন ক্যাম্পাস। এ বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগদান করছেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনে সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তাদের দাবিগুলো তুলে ধরেন।


আরএক্স/