৫ মাস পর বাছুরসহ চুরি হওয়া গরু ফেরত দিল চোর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৭ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৩
টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নে প্রায় পাঁচ মাস আগে চুরি করা গর্ভবতী গরু রাতের আঁধারে বাছুরসহ ফেরত দিয়ে গেছেন চোর।
রবিবার (১২ মার্চ) ভোরে ওই ইউনিয়নের মহন গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী।
শাহজাহানের ছেলে সাব্বির জানায়, প্রায় পাঁচ মাস আগে বাড়ির পাশে বেঁধে রাখা গরুটি চুরি হয়ে যায়। গরুটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। প্রায় পাঁচ মাস পর রোববার ভোরে বাড়ির পেছনে কুয়া পাড়ের একটি গাছে কালো রঙের ওই গাভি ও তার দুই মাস বয়সী বাছুর বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
এদিকে গরু ফিরে পাওয়ার এমন বিরল ঘটনায় পরিবার এবং আশপাশের লোকজন অবাক। ইতোমধ্যে গাভি ও বাছুরটি দেখতে আসছেন অনেকেই। অন্যদিকে গরু ফিরে পাওয়ার এ সংবাদ পেয়ে নরসিংদী থেকে বাড়ি ফিরছেন শাহজাহান।