নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৯ এএম, ১৪ই মার্চ ২০২৩

নওগাঁর ধামইরহাট থানার নানাইচ এলাকায় অভিযান চালিয়ে রবিবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ সোহাগ রানা (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত যুবক উপজেলার পূর্ব তাহেরপুর গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদা জানান, নানাইচ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আসবে এবং রাতেই তা বাসে করে ঢাকায় চলে যাবে। এই তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।
পরবর্তীতে তার বিরুদ্ধে জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরএক্স/