দর্শনায় গ্রামীণ পানি সমিতির প্রকল্পের উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৫ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৩
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে বিশুদ্ধ পানি সাপ্লায়ার প্রকল্পের মদনা গ্রামীণ পানি সমিতি দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুর ১ টার দিকে মদনা গ্রামের মাদ্রাসা সংলগ্ন স্থানে এ প্রকল্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু।
তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বর্তমান সরকার প্রত্যান্ত গ্রাম অন্ঝলে উন্নয়নের রোল মডেল তৈরি করছে। তাই আগামীতে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, দর্শনা কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. শাহাব উদ্দিন, আবু ফয়সাল, অনুষ্ঠানটি পরিচালনা করেন মদনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ।
এ অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দসহ গ্রামবাসী।