Logo

বান্দরবানে কেএনএ’র গুলিতে সেনাসদস্যের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৩, ১৩:৫৬
17Shares
বান্দরবানে কেএনএ’র গুলিতে সেনাসদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত

শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে যাওয়া দলের নিরাপত্তায় নিয়োজিত ছিল সেনা বাহিনীর একটি টহল দল

বিজ্ঞাপন

বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে কুকি-চিন ন্যাশনাল আর্মির অতর্কিত গুলিবর্ষণে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে যাওয়া দলের নিরাপত্তায় নিয়োজিত ছিল সেনা বাহিনীর একটি টহল দল। রবিবার (১২ মার্চ) দুপুর ১টায় কুকি-চিন ন্যাশনাল আর্মির সশস্ত্র সন্ত্রাসীদল অতর্কিত ওই টহল দলের ওপর গুলিবর্ষণ করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুইজন সেনাসদস্য আহত হন।

নাজিম উদ্দিন গত ৩০ বছর ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা এবং পেশাদারত্বের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তার বাবার নাম মৃত শমসের আলী। তিনি রংপুর সদরের ঘাঘটপাড়া গ্রামের বাসিন্দা।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD