পুলিশের বেশিরভাগ সদস্যরা ঢাকাতেই থাকতে চান: মনিরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪০ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৩
বাংলাদেশ পুলিশ সার্ভিস আ্যসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বলেছেন, পুলিশের চাকরির ক্ষেত্রে শুধু নারী সদস্যরা নয়, পুরুষরাও ঢাকায় থাকতে চান। তবে এসপি, কমিশনার কিংবা ডিআইজি পদের কাউকে পাঠালে সেটা ঢাকার বাইরে হলেও রাজি হন তারা।
সোমবার (১৩ মার্চ) রাজারবাগ পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, পুলিশের চাকরিতে ঢাকায় থাকার যে প্রচেষ্টা তা শুধু নারী সদস্যদের মধ্যে নয়, পুরুষদের মধ্যেও রয়েছে। শুধু এসপি, কমিশনার কিংবা ডিআইজি করে পাঠালে সেটা যেখানেই হোক তারা রাজি হয়। কিন্তু অন্যান্য পদে থাকা সদস্যরা প্রায়ই ঢাকায় থাকার জন্য আকুলতা প্রকাশ করে।
তিনি বলেন, অ্যাডভান্স টেকনোলজির জন্য বর্তমান বিশ্ব যেখানে দাঁড়িয়েছে। এই টেকনোলজি ব্যবহার করেই পৃথিবী এগিয়েছে, আমরা এগিয়েছি। নারীবান্ধব টেকনোলজি উদ্ভাবন করা গেলে জেণ্ডার ইকুয়ালিটি সম্ভব হবে।
তিনি আরও বলেন, নারী ও পুরুষের যে ইন্টারনেট ব্যবহারের বৈষম্য তা বড় আকারে দেখানো হচ্ছে সেফটি আ্যন্ড সিকিউরিটি। ইন্টারনেটে সাইবার প্ল্যাটফর্মে নারীরা নিরাপদ নয় বলা হয়। ফলে তারা নানাভাবে হয়রানি, বুলিংয়ের শিকার হয়। এমনকি আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টারে নারীদের সহায়তার জন্য সাইবার স্পেসে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
স্পেশাল ব্র্যাঞ্চের প্রধান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ যদি বাস্তবায়ন করতে চায় সেক্ষেত্রে নারী পুলিশ সদস্যের সংখ্যা বাড়াতে হবে, নারীর ক্ষমতায়ন করতে হবে, তাদেরকে নীতিনির্ধারণীতে আনতে হবে। পাশাপাশি সব নারীদের সমান সুযোগ করে দিতে হবে।