তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৩ এএম, ১৪ই মার্চ ২০২৩

রাজধানীর তেজগাঁওয়ের একটি বস্তিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১ টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট গেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমদের কাছে আসেনি।