চুম্বনের অবাক করা কিছু উপকারিতা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সাধারণত
আমরা চুমু বা চুম্বন
বিষয়টিকে শুধুমাত্র প্রিয়জনের প্রতি ভালোবাসা বা প্রেম প্রকাশের
একটা মাধ্যম হিসেবে দেখে থাকি, কিন্তু
বর্তমানের বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে যে
চুমু খাওয়ার বেশ কয়েকটি স্বাস্থ্যকর
উপকারিতা
চুম্বনের উপকারিতা
১. আজকাল
প্রতিটি মানুষই কমবেশি মানসিক চাপের শিকার । আধুনিক গবেষণায়
প্রতিষ্ঠিত হয়েছে যে , সামান্য একটা
চুমু তোমার এই মানসিক চাপ
, হাইপারটেনশন অনেকটাই কমিয়ে আনতে সক্ষম ।
২. এটা আমরা সবাই জানি যে চুমু প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রেম ও যত্নের প্রকাশ , তাই প্রিয়জনের কাছ থেকে পাওয়া এই চুমু অনেকক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে -এ কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ।
৩. চুম্বন
হার্টরেট বাড়িয়ে দেয় , যা শরীরে রক্তপ্রবাহ
বৃদ্ধি করে এবং তারফলে
রক্তচাপ খুব দ্রুত কমে
আসে । চুমু খাওয়ার
অন্যতম ভালো একটি দিক
।
৪. চুম্বনের মাদ্ধমে