জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জালালউদ্দিন হায়দার মারা গেছেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৩


জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জালালউদ্দিন হায়দার মারা গেছেন
জালালউদ্দিন হায়দার

না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ ফটোসাংবাদিক জালালউদ্দিন হায়দার। সোমবার (১৩ মার্চ) দিবাগ রাত সাড়ে ৩টায় জাতীয় হৃদরোগ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 


মৃত্যুকালে হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।


মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এক বিবৃতিতে জালালউদ্দিন হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।