ইবি শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটের হামলা, গ্রেফতার১


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৯ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৩


ইবি শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটের হামলা, গ্রেফতার১
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে  স্থানীয় বখাটেদের মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শেলকুপা থানা পুলিশ।


সোমবার (১৩ মার্চ) এঘটনার প্রতিবাদে প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা বহিরাগত মুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থী হামলার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানায়।


এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ অন্যান্য ফটকসমূহে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও গতকালকের ঘটনাটির বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সন্ধ্যায় বসা হবে।


ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিসাদ এবং  ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সুপ্তকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাদের উপর হামলা করা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক আহত শিক্ষার্থীর এক সহপাঠী থেকে জানা যায় , বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীদের আড্ডা দেয়ার সময় স্থানীয় বখাটে তাদের সাথে থাকা মেয়ে বান্ধবীদের ভিডিও করে। এর প্রতিবাদে তারা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। এর প্রেক্ষিতে বখাটে ছেলেরা তাদের মধ্যের দুইজন শিক্ষার্থীকে শেখ পাড়া বাজারে পেয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে এলোপাতাড়ি মারধর করে।


আরএক্স/