ইবি শিক্ষার্থীদের উপর হামলা, দুই আসামী গ্রেফতার
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৯ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দ্বারা শিক্ষার্থীদের মারধরের ঘটনায় এজাহারভূক্ত মূল দুই আসামী আকাশ ও আলীমকে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
শৈলকূপা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে করা মামলায় আকাশ ও আলীমের নাম ছিলো এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নামও ছিলো। আমরা গতকাল রাতে জাহাঙ্গীর নামে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে বাকীদেরও খুব শীগ্রই গ্রেফতার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ আজাদ বলেন, আমরা সবসময়ই পুলিশের সাথে যোগাযোগ রেখেছি। আমাদের শিক্ষার্থীর উপর হামলায় কাউকেই ছাড় দেয়া হবেনা। এরমধ্যে মূল আসামী ২ জনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহের এসপির সাথে আমার সার্বক্ষণিক কথা হচ্ছে এ বিষয়ে। আপাতত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।