কেশবপুর পৌরসভার ডেল্টা প্ল্যান এলাকা পরিদর্শনে নেদারল্যান্ডের প্রতিনিধি দল
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩
নেদারল্যান্ডের অর্থায়নে ডেল্টা প্ল্যানের পাইলট প্রকল্পের আওতায় যশোরের কেশবপুর পৌরসভার উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন দেশটির প্রতিনিধি দল।
বুধবার (১৫ মার্চ) দুপুরে প্রফেসর ক্রিস জেভেনবার্গেনের নের্তৃত্বে দলটি প্রকল্প এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি তারা বৈঠক করেন মেয়র ও নাগরিক সমাজের সাথে।
এ সময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত ডেল্টা প্ল্যান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক সামি ডব্লিউ চৌধুরী, সরকার প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট পরিকল্পনাবিদ ড. ফরহানা হোসাইন, এসিএল‘র স্থপতি হাবিব ইব্রাহিম, স্থপতি সাকিব রনি, সিইজিআইএম‘র অনিন্দ্য বনিক, তাসফিয়া দ্যুতি প্রমুখ।
পরিদর্শন দলটি পৌর কার্যালয়ে মেয়র রফিকুল ইসলাম, নাগরিক সমাজসহ পৌর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় স্লাইড প্রদর্শনীর মাধ্যমে পৌরসভার বিভিন্ন কর্মসূচীর ধারণকৃত ভিডিও চিত্রের মাধ্যমে পরিদর্শক দলকে দেখানো হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, ডেল্টা প্ল্যানের আওতায় নেদারল্যান্ড সরকার চট্ট্রগ্রামের রাউজান ও যশোরের কেশবপুর পৌরসভাকে বিশেষ সহায়তা দিতে এগিয়ে এসছে। তাদের অর্থ সহায়তার নিশ্চয়তা পেয়ে ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রকল্পের নকশা চুড়ান্ত করেছে। নকশা দেখে অনুমান করা হচ্ছে নেদারল্যান্ডের প্রকল্পে কেশবপুর পৌরসভার কয়েক বর্গকিলোমিটার এলাকা সাজাবে নতুন রূপে। গড়ে উঠবে আধুনিক সুবিধা সম্বলিত আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে।