ধামরাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৫ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩
ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের ইমরান হোসেনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বুধবার(১৫ মার্চ) উপজেলার পটল গ্রামে পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডে এ মানবকন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগীর ভাই জামাল সিকদার, রফিক, ভাগিনা জাহাঙ্গীর আলম, আরফান আলী মাস্টার, লিটন আহমেদ চন্দন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আসমান আলী, কালু, আওলাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানায়,পূর্বশত্রুতার জেরে রাসেল রানাকে মারধর করে ইমরান। এ ঘটনায় রাসেলের স্ত্রী নার্গিস বাদী হয়ে মামলা করেন। পুলিশ ইমরানকে গ্রেফতার করে। পরবর্তীতে ইমরান জামিনে এসে মামলা তুলে নেয়ার হুমকি দেয়। মামলা তুলে না নেয়ায় ঐ মামলার সাক্ষীসহ ৫ জনের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানী শুরু করে ইমরান।
শেষ পর্যন্ত ইমরানের মিথ্যা মামলায় রাসেল রানা এখন গ্রেফতার আছে।
ইমরানের মিথ্যা মামলা প্রত্যাহার গ্রেফতারকৃত রাসেল রানার (সাহেব আলী) মুক্তি সহ প্রকৃত ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান বক্তারা।