কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন আইজিপি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৬ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন আইজিপি
পুলিশের কার্যক্রম পরিদর্শন করছেন আইজিপি

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম বার, পিপিএম। 


বুধবার (১৫ মার্চ) সকালে কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি।


এ সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম বার, পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. মো. আশরাফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।


বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) এর সভানেত্রী ও আইজিপির সহধর্মিণী ডা: তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এর সহধর্মিণী ফারজানা বিনতে ওহাব। 


পরবর্তীতে আইজিপি ও তাহার সহধর্মিণী  কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট এসে কিছু সময় উপভোগ করেন এবং পর্যটকদের সাথে কথা বলেন।


আইজিপি'কে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।


আইজিপি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সমুদ্র সৈকতের হেল্পডেস্ক এর আধুনিকায়ন পরিদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে  পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দ্বায়িত্ব পালন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বলেন, নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে।দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটার নান্দনিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সারা দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানকার সৌন্দর্য্য উপভোগ করতে আসেন।


আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পরে এখানে দিন দিন পর্যটকদের সমাগম আরো বৃদ্ধি পাচ্ছে এতে এ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং এখানকার অর্থনীতি সমৃদ্ধি হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশ প্রধান মো. হাবিবুর রহমান,বিপিএম বার,পিপিএম বার,বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান,অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার নাদিয়া ফারজানা।


এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী সহ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও জোনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আরএক্স/