অপহরণের ২৪ ঘন্টা পর রোহিঙ্গা মরদেহ উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


অপহরণের ২৪ ঘন্টা পর রোহিঙ্গা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালীর ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। তার নাম মাহাবুবুর রহমান (৩৫)। 


বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৮ নম্বর ক্যাম্প থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসিনশেখ মোহাম্মদ আলী।


নিহত মাহবুব বালুখালী ৫ নম্বর ক্যাম্পের আবু শামার ছেলে। 


ওসি শেখ মোহাম্মদ আলী জানান বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মাহবুব বুধবার ৫ নম্বর ক্যাম্পে  তার শশুর বাড়ি থেকে অপহৃত হয়। নিখোঁজ থাকার ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার  তার মরদেহ মিলেছে। 


তিনি আরও জানান- তার শরীরে কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কোন একটি গোষ্ঠী হত্যা করে থাকতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ জন খুন হল রোহিঙ্গা ক্যাম্পে।