ধামরাইয়ে ২২ লাখ টাকার মাদক জব্দ, গ্রেফতার ৫৬
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৩ এএম, ১৭ই মার্চ ২০২৩

ঢাকার ধামরাইয়ে মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌর শহরে পুলিশ এ বিশেষ অভিযান চালায়। এ সময় ২৬০ পিস ইয়াবা, ৭.৩৯ গ্রাম হেরোইন, ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৩.৭০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২২ লাখ ৪৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযানে মাদকসহ নিয়মিত মামলায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ২৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, মাদক নির্মূলে আমাদের বিশেষ অভিযান চলছে। ৩ দিনে ১০টি মামলা দায়েরসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যে পর্যন্ত মাদক শূন্যের কোঠায় না আসবে সে পর্যন্ত আমাদের পুলিশি অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।