ঘাটাইলে কোন প্রকার সহিসংতা ছাড়াই সাগরদীঘি ইউপি নির্বাচন সম্পন্ন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৭ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৩
ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়ে এখন গণনা চলছে। এ ইউনিয়নে ভোট নিয়ে নানান জল্পনা -কল্পনা থাকলেও কোন প্রকার সহিসংতা ছাড়াই শেষ হয়েছে ভোট গ্রহণ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের সকল কেন্দ্রে ভোটগ্রহণ চলে।
এই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হেকমত শিকদারসহ মোট চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাকি প্রার্থীরা হচ্ছেন জনাম হাবিবুল্লাহ বাহার, শাহাদত সিকদার এবং শহিদুল ইসলাম শহিদ। সাধারণ ইউপি সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করেছেন। নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রের ৫১টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করছেন ১৯ হাজার ৬৬৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭৮৪ জন, নারী ৯ হাজার ৮৮৪ জন।
সকল কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়েছে এবং তা বিকেল চারটা পর্যন্ত চলে।
সরেজমিনে সকল কেন্দ্রে গিয়ে কোন প্রকার সহিসংতা ছাড়াই ভোটাররা স্বতস্ফুর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানা যায়। ইউনিয়ন পরিষদ এলাকায় এখন উৎসব মুখর পরিবেশ বিরাজমান।
আরএক্স/