সাদুল্লাপুরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৯ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৩


সাদুল্লাপুরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

গাইবান্ধার সাদুল্লাপুরে ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে সাপের কামড়ে দুই সন্তানের জননী সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর বেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এলাকাবাসী ও স্বজনরা জানান, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে সাথী বেগম তার ভুট্টার জমিতে সেচ দিতে যায়। এসময় গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে সাথী বেগম মারা যান। এমন ঘটনা খুবই দুঃখজনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিষয়টি ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু সত্যতা নিশ্চিত করে বলেন, সাথী বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী।