সাতসকালে বাসচাপায় দুই কলেজছাত্রীসহ নিহত ৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:০১ পিএম, ১৭ই মার্চ ২০২৩

ভোলায় বাসচাপায় দুই কলেজছাত্রীসহ তিন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের অতোরউদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের রিমা (১৭), একই এলাকার শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)।
এছাড়াও এ ঘটনায় অটোরিকশার চালক আব্দুল কাদের (৪০) গুরুতর আহত হয়েছেন।
নিহত শিখা ও রিমার পরিবার জানায়, শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা। এ সময় বাংলা বাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় তাদের অটোরিকশাটিকে বাসচাপা দিয়ে চলে যায়। এতে এরা দুইজনসহ অটোতে থাকা আরও এক যাত্রী নিহত হন।
দৌলতখান থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
