শেরপুরে ৭ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৩


শেরপুরে ৭ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলার ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ। 


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তমঞ্চে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। 


কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার। শেষে প্রধান অতিথি সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কে আউশ ধানের বীজ ও সার এবং ১ হাজার কৃষক কে পাটের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।