রাবি ক্যাম্পাস মাতাতে আসছে শিরোনামহীন ব্যান্ড


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৩


রাবি ক্যাম্পাস মাতাতে আসছে শিরোনামহীন ব্যান্ড
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লোক প্রশাসন বিভাগের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠানে ক্যাম্পাস মাতাতে আসছে শিরোনামহীন ব্যান্ড। আজকে রাতেই এ ব্যান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে। আগামীকাল (১৮ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে গান পরিবেশনা করবেন এ ব্যান্ডের সদস্যরা।


শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন লোক প্রশাসন বিভাগের সভাপতি ও অ্যালামনাইয়ের সাধারন সম্পাদক অধ্যাপক ড. নূরল মোমেন।


তিনি বলেন, আমাদের লোক প্রশাসন বিভাগের প্রথম পূনর্মিলনী আগামীকাল। এ উপলক্ষে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন।  তার মধ্যে আগামীকাল সন্ধ্যায় সাড়ে ৬ টায় শেখ রাসেল চত্ত্বরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে  ক্যাম্পাস মাতাতে থাকছে শিরোনামহীন ব্যান্ড। তাদের পারফর্মের আগে আমাদের সাবেক শিক্ষার্থীরাও এখানে পারফর্ম করবেন। 


এছাড়াও পূনর্মিলনিকে কেন্দ্র করে থাকছে নানা আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন। সকলকে এ অনুষ্ঠান উপভোগ করার আহবান জানান তিনি।


তিনি আরও বলেন, পূনর্মিলনী উপলক্ষে আমাদের লোক প্রশাসন বিভাগের ৩০ ব্যাচের শিক্ষার্থীরা বৃক্ষরোপন করবেন। এ আয়োজনকে সফল ও স্বার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


এদিকে শিরানামহীন ব্যান্ডের সদস্যরা তাদের ইউটিউব চ্যালেলে পোস্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার কথা জানান। সেখানে তারা বলেন, হ্যালো সুন্দর ও পরিচ্ছন্ন শহরের মানুষ। আমরা আবারো আসছি তোমাদের সুন্দর শহরে। আগামী ১৮ মার্চ লোক প্রশাসন বিভাগ কর্তৃক প্রথম পূনর্মিলনী আয়োজনে তোমাদের সাথে থাকছি আমরা। সবার সাথে অনেক আড্ডা হবে, গান হবে, মজা হবে এমন সব বলে ১৮ সেকেন্ডের একটি ভিডিও তারা ইউটিউব চ্যানেলে পোস্ট করেন তারা।


উল্লেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এ বিভাগের সর্বশেষ ব্যাচ হলো ৩০তম।