বাউফলে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২০
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৫৮ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৩
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুপক্ষ ও পুলিশের সঙ্গে এক পক্ষের পৃথক সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মিছিল বের করে আওয়ামী লীগ অফিসে যাওয়ার চেষ্টা করে মোতালেব হাওলাদার গ্রুপ। তখন আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান করছিল আসম ফিরোজ গ্রুপ।
মোতালেব হাওলাদার গ্রুপ মিছিল নিয়ে হাসপাতাল রোড এলাকা অতিক্রম করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে আসম ফিরোজ গ্রুপ এগিয়ে এলে মোতালেব হাওলাদার গ্রুপের সঙ্গে একই স্থানে ফের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
বাউফল থানার ওসি আল-মামুন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে পুলিশের নয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’