নারায়ণগঞ্জে ভবনে আগুন, নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৩
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ২ তলা আবাসিক ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে আওলাদ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (১৮ মার্চ) ৯টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যে কোনো সময় ভবনটি ধ্বসে পড়তে পারে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ-পরিচালক ফখরুদ্দিন গণমাধ্যমকে জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরও পাঁচজন দগ্ধ হয়েছেন। এটি একটি চাল-ডাল-আটার গুদাম ছিল।
জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল গণমাধ্যমকে বলেন,এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন ও পাঁচজন আহত হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে নেওয়া হয়েছে।