ফাগুনের দিনের সাজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফাগুনের দিনের সাজ

শীত তো যাই যাই করছে। শুকনো পাতারা স্মৃতির টানে ঘরছাড়া। প্রকৃতি আবার সেজে উঠবে বর্ণালী রূপে। ঋতুরাজ বসন্তের উৎসবে সাজবে ফ্যাশনপ্রেমী নারীরাও। নয়নজুড়ানো প্রকৃতির এই উৎসবে শামিল হতে কে না চায়! বসন্ত বরণের প্রস্তুতি কম-বেশি সবার মাঝেই থাকে।

ফাল্গুনের প্রথম দিনে নারীরা ফুলেল সাজে ঘুরে বেড়ায় প্রজাপতির মতো। সময়টাতে কিছুটা শীতের রেশ থাকলেও গরম অনুভূত হয়। তাই ফাগুন দিনের সাজ কেমন হবে জেনে রাখুন।

ফাল্গুনে হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাকের প্রাধান্য দেখা যায়। পরের দিনটাতেই ভালোবাসা দিবস। সেদিন লাল রংকে বেছে নেন অনেকে। তবে সুন্দর পোশাক পরলেই হবে না, সে সঙ্গে সাজটাও হতে হবে মানানসই।

বসন্তের শুরুর দিনটাতে মেকআপটা খুব ভারী করা ঠিক নয়। মেকআপ নেওয়ার আগে অবশ্যই মুখ ভালো করে পরিষ্কার করে সানস্ক্রিন লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করবেন। এরপর মুখে লাগাবেন ম্যাট ফাউন্ডেশন। তারপর<