জীবননগরে গোয়াল ঘরের চাল থেকে পড়ে খামাড়ীর মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৩ এএম, ২০শে মার্চ ২০২৩


জীবননগরে গোয়াল ঘরের চাল থেকে পড়ে খামাড়ীর মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা জীবননগরে গোয়াল ঘরের চালের আরআমিট (সিমেন্ট) টিন মেরামত করার সময় রবিবার (১৯ মার্চ) সকালে চাল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় শাজাহান আলী নামের এক  খামাড়ীর মৃত্যু বরণ করেছেন।


পরিবার সুত্র থেকে জানা গেছে, জীবননগর পৌর এলাকার লক্ষীপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে শাজাহান আলী(৪০) দীর্ঘদিন প্রসাব জীবন শেষে সম্প্রতি দেশে ফিরে বাড়িতে একটি গরুর খামাড় করে গরু লালন পালন করে আসছিল।


রবিবার সকালে গোলমাল ঘরের চালের টিন ভাঙ্গা দেখে  চালে উঠে টিনটিন মেরামত করার সময় টিন ভেঙ্গে গোয়ালের ভিতরে পড়ে গিয়ে গরুর ডাবায় মাথা লেগে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে আহত হলে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করে। 


পথিমধ্যে আরো অসুস্থ হয়ে পড়লে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।