মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:০১ এএম, ২০শে মার্চ ২০২৩


মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে মহাসড়কের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 


কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে। আগামী ২ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানা গেছে।


রবিবার (১৯ মার্চ) শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে ২০ জনের নিহতের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।


পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন।