দর্শনায় মহানন্দ এক্সপ্রেস থেকে ৭০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৫ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৩


দর্শনায় মহানন্দ এক্সপ্রেস থেকে ৭০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার
উদ্ধারকৃত হেরোইন

দর্শনায়  চাপাইনবাবগঞ্জ হতে খুলনা অভিমুখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে ৭০০ গ্রাম ভারতীয় হিরোইন উদ্ধার করেছে ৬ বিজিবি।


রবিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে এ হিরোইন উদ্ধার  করা হয়।


জিবি জানায়, দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে, দর্শনা বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার  নওশের আলী গোপন সংবাদের ভিত্তিতে  সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ৩.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা রেল ষ্টেশনে অভিযান চালায়।


এ সময় বিজিবি চাপাইনবাবগঞ্জ হতে খুলনা অভিমুখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসের বগির ভিতর ক্যরিয়ার  উপর পলিথিনের একটি ব্যাগ দেখতে পায়। উক্ত ব্যাগের মালিকানা না পাওয়ায় পলিথিনের ব্যাগটি জব্দ করে। পরে ব্যাগটি খুললে ব্যাগের  ভিতর ৩ টি পলিথিনের ছোট প্যাকেট হতে ৭০০ গ্রাম ভারতীয় হিরোইন উদ্ধার করে। 


এ ঘটনায় সুবেদার নওশের আলী বাদী জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।