এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: বাসমালিকের নামে মামলা পুলিশের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৩


এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: বাসমালিকের নামে মামলা পুলিশের
দুর্ঘটনা কবলিত বাস

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায়  ১৯ জন নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের  কর্তৃপক্ষকে দায়ী করে মামলা করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।


হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত দাস রবিবার (১৯ মার্চ) রাত ২টার দিকে মামলাটি করেন, যাতে আসামি করা হয় বাসমালিককে।


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মোফাজ্জেল গণমাধ্যমকে জানান, ইমাদ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে। বাসটিতে অতিরিক্ত যাত্রী পরিবহন, বেপরোয়া গতি ও এর ফিটনেসের বিষয়টি মামলায় উল্লেখ করা হয়।


তিনি আরও জানান, দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে। তাদের নামে মামলা করা হয়নি। সার্জেন্ট জয়ন্ত দাস মামলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


খুলনা থেকে যাত্রী বোঝাই করে ইমাদ পরিবহনের বাসটি রোববার সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এটি পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় এলে সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়।


ওই সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ১৪ জন মারা যান। পরে হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু হয়।