চকরিয়ায় চাচিকে নিয়ে পালালেন ভাতিজা, এলাকাজুড়ে চাঞ্চল্য
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছাপাড়া এলাকায় চাঞ্চল্যকর একটি পারিবারিক ঘটনার জন্ম দিয়েছে চাচি-ভাতিজার পালিয়ে যাওয়া। জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজ শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়ে যান আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) ও তার ভাতিজা আরিফুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। এলি পশ্চিম বাংলাবাজার, কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তার সঙ্গে রবিউল হাসানের। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ আজিজ জানান, “এই অবৈধ সম্পর্ক আগে থেকেই এলাকায় আলোচিত ছিল। একবার স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এবং সামাজিক সালিশে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু সম্পর্ক থেমে থাকেনি। সর্বশেষ রবিবার ভোর ৪টার দিকে এলি তার শিশু সন্তানসহ আরিফুলের সঙ্গে পালিয়ে যান।”
এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং পারিবারিক অনুশাসন ও সম্পর্কের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনার পেছনে প্রবাসে থাকা স্বামীদের দায়িত্বহীনতা এবং পরিবারের প্রতি পর্যাপ্ত মনোযোগ না দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মতে, কেবল অর্থ পাঠিয়ে দায়িত্ব শেষ নয়; সম্পর্কের যত্ন, নিয়মিত যোগাযোগ ও পারিবারিক বন্ধন রক্ষায় সচেতনতা জরুরি।
আরএক্স/