বলগেটের ধাক্কায় ট্রলার ডুবি, একজনের মৃত্যু, এক জেলে নিখোঁজ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫


বলগেটের ধাক্কায় ট্রলার ডুবি, একজনের মৃত্যু, এক জেলে নিখোঁজ
ছবি: প্রতিনিধি।

হাতিয়ার মেঘনায় রাতের আধারে বলগেটের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। এঘটনায় আরাফাত নামে একজন নিখোজ রয়েছে। এছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন (১৭) চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোজ আরাফাত সূখচর ইউনিয়নের ৮নং ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে। এই ঘটনায় আহত দুজন হলো আপছার উদ্দিন ও আব্দুর রহমান নামে দুজন।


জেলেরা জানায়, মাছধরা শেষে তীরের পাশে নদীতে নঙ্গর করা অবস্থায় ছিল আফছার মাঝির ট্রলারটি। তাতে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিগে হঠাৎ দক্ষিন দিগ থেকে আসা একটি বলগেট ট্রলারটিকে ধাক্কাদেয়। তাতে ঘটনাস্থলে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘন্টা পর নদীতে ভাসমান অবস্থায় একজনরে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনো একজন নিখোজ রয়েছে।


পাশে থাকা জামসেদ নামে এক জেলে জানান, আহত জেলেদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাদেরকে উদ্ধার করেন। এসময় বলগেটটি উত্তর দিগে চলে যায়। অন্ধকার থাকায় বলগেটটি চিনতে পারেনি বলে জানান তিনি।


নিহত ও নিখোঁজ জেলের বাড়ির স্বজনরা সংবাদ পেয়ে নদীর তীরে এসে ভিড় করেন। অনেকে নদীতে নেমে নিখোঁজ জেলেকে খোঁজতে দেখা যায়।


এই বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাড়ির ইনচাজ আশিষ চন্দ্র সাহা বলেন, ঘটনাটি শুনেছি। নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বৃষ্টি ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে যেতে একটু সময় লাগছে। মৃত জেলের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এসডি/