কৃষি ঘরের ভুল পরামর্শে কৃষকের স্বপ্ন নষ্ট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কৃষি ঘরের ভুল পরামর্শে কৃষকের স্বপ্ন নষ্ট

লালমনিরহাটে মেসার্স কৃষি ঘরের ভুল চিকিৎসায় প্রায় ৩ বিঘা জমির ফুলকপি নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে কৃষক সুজন মিয়া বাদী হয়ে মেসার্স কৃষি ঘরের স্বত্বাধিকারী কামরুল হাসানকে বিবাদী করে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী এলাকার সুজন মিয়ার ফুলকপি ক্ষেতে ছত্রাক দেখা দিলে সুজন মিয়া স্হানীয় কালিস্থান বাজারে মেসার্স কৃষি ঘরে গেলে বিবাদী কামরুল হাসানের পরামর্শ অনুযায়ী ম্যানসার নামীয় ছত্রাক নাশক কীটনাশক প্রদান করে। তাদের কথা মতো বাদী সুজন মিয়া বিবাদীর দেওয়া কীটনাশক ক্ষেতে প্রয়াগ করলে ৪/৫ দিনের মধ্যে সমস্থ কপি ক্ষেতে পচন ধরে নষ্ট হয়ে যায়। যাতে কৃষক সুজন মিয়ার আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়।

সুজন মিয়া বলেন, বিবাদী  ইচ্ছাকৃত ভাবে আমার ক্ষতি করার লক্ষ্যে আমাকে ভুল পরামর্শ প্রদান করে। পরে আমি কীটনাশকের দোকানে গেলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

মেসার্স কৃষি ঘরের স্বত্বাধিকারী কামরুল হাসানের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পার্শ্ববর্তী কৃষক আবুল হাসেম বলেন, সুজন খুব গরীব কৃষক। মানুষের কাছে ধার দেনা করে ৩ দোন (২৭ শতাংশ ১ দোন) মাটিতে ফুলকপি চাষ করেছিলো। তার যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ না দিলে তাকে পথে বসতে হবে।

এ বিষয়ে আদিতমারী উপজেলা কৃষি অফিসার আলিনুর রহমান বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এসএ/