প্রিয় মানুষটির জন্য ভালোবাসা দিবসে নিজেকে যেভাবে সাজাবেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রিয় মানুষটির জন্য ভালোবাসা দিবসে নিজেকে যেভাবে সাজাবেন

বিশ্ব ভালোবাসা দিবসবাভ্যালেন্টাইন ডেসারা বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগল এর জন্য পরম আকাঙ্ক্ষিত একটি দিন। প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি একযোগে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয়। পৃথিবীতে যতগুলো বিশেষ দিবস রয়েছে তার মধ্যে তরুণ-তরুণীদের নিকট এই দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমানে মেটাল শেডও বেশ জনপ্রিয়। তাই মেটালিক ফিনিশ দেওয়া আইশ্যাডোও বেছে নিতে পারেন। কালো, ব্রাউন বা বিভিন্ন রঙের আইলাইনারও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই চোখের নিচে দিন ভরাট করে কাজল।

আই-ভ্রু সুন্দর আকৃতি দিতে আইব্রো পমেড ব্যবহার করুন। ডার্ক ব্রাইড শেড ব্যবহার করুন এক্ষেত্রে। আর অবশ্যই ভ্রুর নিচে হালকা কন্সিলার লাগাতে ভুলবেন না। এতে ভ্রু আকৃতি আরও সুন্দর হয়ে উঠবে।

ঠোঁটে ব্যবহার করুন গোলাপি ওমব্রে শেড। গাঢ় লাল রঙের লিপস্টিক এড়িয়ে যেতে পারেন। অন্যভাবেও ওমব্রে ঠোঁট করতে পারেন। প্রথমে ন্যাচারাল বা ন্যুড লিপলাইন